দেশবাসীকে পথিক টিভির চেয়ারম্যান রাবেয়া জাহানের ঈদ শুভেচ্ছা


নিউজ ডেস্কঃআগামী ১ আগষ্ট পবিত্র ঈদুল আযহা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পথিক টিভির প্রিয়পাঠকবৃন্দ, সকল সহকর্মী প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, দর্শক ও শুভানুদ্ধায়ী দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পথিক টিভির চেয়ারম্যান রাবেয়া জাহান তিন্নি।
তিনি বলেন- ‘পবিত্র এই ঈদুল আযহা মুসলিম জাতি তথা ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক । পবিত্র এদিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানাই।” বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে।
আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। সকল ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। কোরবানির শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।
করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- ঈদ উপলক্ষে মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি।
শুভেচ্ছান্তে:
রাবেয়া জাহান তিন্নি
চেয়ারম্যান পথিক টিভি,ইংরেজী প্রভাষক ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ।