দেশের উন্নয়নে যারা িহংসা করে তারাই সংঘাত সৃষ্টি করে : প্রধানমন্ত্রী


সোমবার (০২ নভম্বের) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন।
দেশের উন্নয়নে যাদের িহংসা হয়, তারাই সমালোচনার নামে সংঘাত সৃষ্টি করে অগ্রযাত্রায় বাধা তৈরী করতে চায়। বাঙ্গালীকে ভিক্ষুক জাতি হিসেবে রাখার ষড়যন্ত্র এখনো দেশ-বিদেশে অব্যাহত আছে ।
এ সময় প্রধানমন্ত্রী বলনে, যারা সমালোচনার নামে ষড়যন্ত্র করে তাদের প্রতিরোধ করতে গেলে অভিযোগ আসে বাকস্বাধীনতা হরণের। তবে দেশ-বিদেশে ষড়যন্ত্র মোকােবলা করেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৗেঁছাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন,দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে; এটা একটা গোষ্ঠীর পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরির্বতন হতে শুরু করছে দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানীমূলক বক্তব্য দিতে শুরু করেছে।