দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে- অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : গেল ১৫ বছরে দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর এর ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি ম্যানেজমেন্ট) সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করতে এনবিআরের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

ইএফডি ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করে তিনি বলেন, এর ব্যবহার রাজস্ব আদায় বাড়াতে ভূমিকা রাখবে মন্তব্য করেন।

এ সময় পণ্য ক্রয় করে ইএফডি রশিদ বুঝে নিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়। তবে আদায় প্রক্রিয়াকে সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *