দৈনিক জনতা পত্রিকায় নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জয়

আখাউড়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার মেধাবী ও তরুণ সাংবাদিক শাহীন আলম জয়ের দেশের প্রথম সারির জাতীয় দৈনিক জনতা পত্রিকায় আখাউড়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন । পত্রিকার সম্পাদক আহসান উল্লাহ স্বাক্ষরিত নিয়োগ পত্র তুলে দেন পত্রিকার প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান । উল্লেখ্য, এ সময়ের তরুণ সাংবাদিক শাহীন আলম জয় এর আগে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির চাইল্ড রিপোর্টার হিসেবে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ।
২০১৪ সালে পেয়েছেন শিশু সাংবাদিকতার উপর পেয়েছেন দেশ সেরা বেস্ট অফ চাইল্ড রিপোর্টার্স এ্যাওয়ার্ড’। বর্তমানে দৈনিক জনতা ছাড়াও অনলাইন টিভি চ্যানেল সীমান্ত টিভির প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। সংবাদ মাধ্যমে দেশ ও সমাজের কল্যানে যেন কাজ করে যেতে পারেন সে জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।