নববর্ষ উপলক্ষে মূক ও বধির সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


পহেলা জানুয়ারী রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ও এ এস আই মোতালেব হোসেন।
এডভোকেট সাজ্জাদ আনোয়ার উজ্জ্বল এর পরিচালনায় ও সাংবাদিক সজিবুল হাসান সবুজ এর উপস্থাপনায় বক্তারা বলেন,
সমাজের সকল স্তরের মানুষ যাতে বোবা ও প্রতিবন্ধীদের কে অবহেলা না করে, তারা যাতে প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়াই এবং বাংলাদেশকে সুন্দর আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। বক্তরা মূক ও বধিরদের উদ্দেশ্যে আরো বলেন, বোবা ও প্রতিবন্ধীরা সমাজের অসহায় ও অবহেলিত নয় ,তাদের পাশে বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় আছে এবং থাকবে এবং বোবা ও প্রতিবন্ধীদের যেকোনো সার্বিক সহযোগিতায় আমরা সর্বদাই প্রস্তুত।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক লিটন হোসেন জিহাদ পুলিশ বাহিনীকে নিয়ে লেখা একটি কবিতা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশেব উদ্দেশ্যে পাঠ করেন অনুষ্ঠান সঞ্চালক সজিবুল হাসান সবুজ।
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ট্রফি তুলে দেন এসআই মোতালেব হোসেন এবং নববর্ষ উপলক্ষে মূক ও বধিরদের পক্ষ থেকে একটি কেক কাটা হয় মুক্তমঞ্চ মাঠে