
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি,ব্র্যাক পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের অফিস চেম্বারে বিকাল ৩ টা বেজে ৩০ মিনিটে প্রথমে পরিচয় পর্ব এবং পরে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার মোঃ আল-আমীন,অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস,মো: সাইফুল ইসলাম,সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ।
অতঃপর,নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাছে রেডিও পল্লীকণ্ঠের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার মোঃ আল-আমীন ।
উল্লেখ্য,নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার চৌধুরী সহকারী কমিশনার (ভূমি) কমলগঞ্জে দায়িত্বরত ছিলেন।
এম.চৌ:/পথিক নিউজ