নবীনগরে জুয়ার আসরে পুলিশের হানা, পানিতে ডুবে যুবকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

জাকির হোসাইন জিকু,ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মো: ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. ছগির মিয়া উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার দক্ষিণ পাশে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় আরো কয়েকজন পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ওই জুয়ারী দলে থাকা ছগির মিয়া পালাতে গিয়ে পানিতে ডুবে যান। পরে মঙ্গলবার (২৭ ‍জুন) বিকেলে নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে ছগির মিয়ার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারীকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করেছে,আরো কয়েকজন পালিয়ে গেছে। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ।