নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুক্রবার দুপুরে আদিয়াবাদ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় টিম ভোরবেলা (নরসিংদী) বনাম ফ্রেন্ড সার্কেল স্কুল (আদিয়াবাদ) দল অংশগ্রহণ করে। খেলায় টিম ভোর (নরসিংদী) কে পরাজিত করে ফ্রেন্ড সার্কেল স্কুল (আদিয়াবাদ) দল চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে।
খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (নরসিংদী৫) রায়পুরা আসন থেকে এমপি পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল।
সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া. মোঃ মাহাতাব উদ্দিন. মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোঃ সাইফুল ইসলাম তারেক আহমেদ ও মোহাম্মদ নাজমুল হক প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।