নাগেশ্বরী ও ভূরুঙ্গামারি উপজেলার দুঃস্থ অসহায়দের মাঝে কর্ম সৃজনের জন্য আর্থিক অনুদান প্রদান

স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ১৪ টি ইউনিয়নের১২৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কর্মসৃজনের জন্য নগদ ১০ হাজার করে টাকা বিতরণ করা হয়। নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে কর্মসৃজনের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর,কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তাফা জামান, ইউএনও, এসিল্যান্ড ও অফিসার ইনচার্জ সহ অন্যান্যরা

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় নাগরিকদের উদ্দেশ্যে বলেন আপনাদের জন্যই এই আয়োজন যাতে আপনারা নিজে সাবলম্বী হতে পারেন, শেখ হাসিনা আবারো জয়লাভ করলে এদেশে একটাও গরিব অসহায় আশ্রয়হীন এবং না খেয়ে থাকবেনা।

এসময় পুলিশ সুপার ও অসহায় মানুষের উদ্দেশ্যে দিকনির্দেশক মূলক বক্তব্য দেন।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *