
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের সীমানা সংলগ্ন লালপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধা হত্যা মামলার প্রধান আসামী উসমান গনিকে (৪৫) হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। রোববার সকাল সাড়ে আটটার দিকে ডাঙ্গাপাড়া গ্রামের একটি চা-ষ্টলের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত উসমান গনি লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে এবং কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে ২০২৩ সালের ১ লা জানুয়ারীতে জমি সংক্রান্ত বিষয়ে খুন হন একই গ্রামের মৃত আজাহার আলী মৃধার পুত্র ও কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মৃধা। উক্ত খুনের প্রধান আসামী ছিলেন নিহত উসমান গনি।
সে কারণে দীর্ঘ কয়েক মাস কারাবাসের পর প্রায় দুই মাস আগে জামিনে বাড়িতে আসে উসমান গনি। রোববার সকালে তিনি নিজ গ্রামে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা-বিস্কিট খেয়ে দোকান থেকে বের হলে, তাকে আক্রমন করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সে সময় হাত ও পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করে নির্বিঘ্নে সটকে পড়ে তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাটোর জেলার পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার্ শামীমা সুলতানা, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন প্রমুখ।
জেলার পুলিশ সুপার (এসপি) জানান, প্রাথমিকভাবে আমাদের অনুমান পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তদন্তসাপেক্ষে দ্রুতই এ হত্যাকান্ডের রহস্য উৎঘাটন হবে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার সম্বব হবে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এম.চৌ:/পথিক নিউজ