নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাাপাড়া, পাবনা সহ বিভিন্ন এলাকা থেকে ছোট ও বড় মিলে ৩৪ টি নৌকা অংশ নেয়। আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই আয়োজন। আমাদের নাটোর প্রতিনিধি রনেন রায়ের প্রতিবেদন। রিপোর্টÑ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তা টিকিয়ে রাখতে করোনাকালীন সময়ে বন্ধ থাকার পর আবারও আয়োজন করা হয়েছে চলনবিল নৌকা বাইচ উৎসবের। এই উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাাপাড়া, পাবনা সহ বিভিন্ন এলাকা থেকে ছোট ও বড় মিলে ৩৪ টি নৌকা। আর এই নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই তীরে ভীড় জমায় হাজার হাজার সব বয়সের নারী-পুরুষ। প্রতিয়োগিতায় অংশগ্রহণকারীরা জানান, আগে নদী-নালা, খাল-বিল বর্ষাকালে পানিতে ভরে গেলে কোন কাজ না থাকায় তখনকার মানুষ নৌকা বাইচের আয়োজন করতো। কিন্তু এখন নদী-ণালা ভরাট হয়ে যাওয়ায় ও অতিরিক্ত খরচের সামর্থ না থাকায় এই নৌকাবাইচ প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। কিন্তু এখনও যদি কোথাও থেকে তাদের প্রতিযোগিতার জন্য ডাকা হয় সেখানেই তারা ছুটে যান। শুধুমাত্র পুরষ্কারের আশায় নয় বরং মানুষকে আনন্দ দিতে। ভক্সপপ (০১ থেকে (০৫) পর্যন্ত, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা মালিক ও মাঝি, সিংড়া, নাটোর। প্রতিযোগিতায় এই বিজয়ীরা জানান, তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়লাভ করে পুরষ্কৃত হয়ে খুব আনন্দিত। তারা আয়োজক কমিটি যাতে এই প্রতিযোগিতা চলমান রাখেন তার দাবী জানান। ভক্সপপ (০৬)- বিজয়ী নেীকার মালিক, সিংড়া, নাটোর। স্থানীয় এই ব্যাক্তি জানান, এই নৌকাবাইচকে ঘিরে এলাকার প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন আসায় তাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্ঠি হয়েছে যা ঈদ ও পূজাসহ বড় উৎসবের মত আনন্দঘন পরিবেশ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। ভক্সপপ (০৭) এলাকাবাসি, সিংড়া, নাটোর। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরা জানান, আগে তারা দাদা নানার হাত ধরে এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে যেতেন। কিছুদিন এটা বন্ধ থাকার পর আবারও শুরু হওয়ায় তারা বেশ আনন্দিত। ভক্সপপ (০৮) থেকে (১১) পর্যন্ত, দর্শনার্থী, সিংড়া, নাটোর। আয়োজক কমিটির সভাপতি জানান, বিভিন্ন এলাকা থেকে নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। ঈদ বা পূজার মত সিংড়ার মানুষ আনন্দ উপভোগ করছে। ভক্সপপ (১২) জান্নাতুল ফেরদৌস, মেয়র সিংড়া পৌরসভা ও সভাপতি নৌকাবাইচ কমিটি, সিংড়া, নাটোর। প্রতিযোগিতা উদ্বোধক ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভীষণ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য বাংলাদেশের যে গ্রামীন সংস্কৃতি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই নৌকাবাইচের আয়োজন করা হয়। যাতে করে তারা শেকরকে না ভুলে শিখরে উঠতে পারে। জুনাইদ আহমেদ পলক এমপি, তথ্য ওযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *