নাটোরের সিংড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেফতার ৯জন

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় ১৩২৫ লিটার (একহাজার তিনশত পচিশ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় ০৯ (নয়)জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ০৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ধাপ মানিক চাপড় এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।আটকরা হলেন,

শ্রী শ্যামল কুমার (৩২),
শ্রী নিতাই কুমার (৩৫) উভয় পিতা মৃত বলাই চন্দ্র, সাং ধাপ মানিক চাপড়, থানা সিংড়া, জেলা নাটোর। শ্রী তাপস কুমার (৩০)পিতা মৃত হরিলাল সাং খিরশিং, থানা তারাশ,জেলা সিরাজগঞ্জ। রাজকুমার (৫০)পিতা মৃত মহাদেব তীরকী,সাং ধাপ মানিক চাপড়,থানা সিংড়া, জেলা নাটোর। শ্রী নিরেশ কুমার (৩০) পিতা শ্রী আফাল কুমার,সাং মাথাই নগর,থানা তারাশ, জেলা সিরাজগঞ্জ।
শ্রী ওদাস তীরকি (৩৬)পিতা মৃত মহিনদেরী, শ্রী জয়ন্ত নীরা (২০)পিতা শ্রী পরিমল নীরা,
শ্রী চন্দন কুমার (২৩) পিতা শ্রী রুপকুমার, সর্বসাং ধাপ মানিক চাপড়, শ্রী ভারত চন্দ্র পিতা মাগনা সাং রাতাল সর্ব থানা সিংড়া, জেলা নাটোর।

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা দ্বয়ের নেতৃত্বে গোপন সংবাদ এর ভিক্তিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাপ মানিক চাপড় এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবত চোলাই মদ তৈরী , সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবিদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)সারনীর ২৪(গ) /৪১ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *