নাসিরনগরে অগ্নিকাণ্ডে, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আকস্মিক অগ্নিকাণ্ডে,ঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।


শনিবার ২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ সোহাগ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী।

তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ পরিবারের সদস্যগণ। অনুষ্ঠানে ৯০ টি পরিবারের মাঝে ২০০ (দুইশত) বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ লক্ষ টাকা প্রদান করা হয়।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *