
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা গোযালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৪নং গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরবিন্দু রায় এর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ।

সভার শেষে ২১০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা রুহুল আমিন, নির্বাহী অফিসের সহকারী বিল্লাল মিয়াসহ অভিভাবক, বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম গোয়ালনগর উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এম.চৌ:/এসময়