স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নাসিরনগর উপজেলা ছাত্রদল। বুধবার (১৮ জুন) উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিজাম আলম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, যুগ্ম সম্পাদক মুখলেস মিয়া ও সোহাগ, গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তফু ও সোহেল মিয়া। এছাড়াও ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, চাপরতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কুন্ডা ইউনিয়নের দপ্তর সম্পাদক নাজমুল হক, গুনিয়াউক ইউনিয়নের সদস্য শাকিল ও সৈয়দ যুবাইদ, ধরমন্ডল ইউনিয়নের সদস্য মাহিদ, শাকিল, আবজাল, হিজবুল্লাহ, লাদেন ও রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। ছাত্রদলের এই কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বের অংশ।” উল্লেখ্য, এই কর্মসূচি আগামী ১৫ দিন ধরে চলবে এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করা হবে।