স্টাফ রিপোর্টার, পথিক টিভি,
বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
উপজেলা শাখার সভাপতি আলী আকরাম খন্দকার, সাধারণ সম্পাদক মো. ফজল ভূঁইয়া, সাবেক সভাপতি শরীফুর রহমান, আলমাউস উদ্দিন, জুলহাস শাহ্, জাহিদ উদ্দিন ভূঁইয়া, জহির উদ্দিন, সৈয়দ মুখলেছ, সুরঞ্জন দেবনাথ, হালিমা বেগম, মর্জিনা আক্তারসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারী।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন।
তারা বলেন, ‘নিরবচ্ছিন্ন সেবা দিয়ে গেলেও আমাদের ন্যায্য অধিকার মিলছে না। বারবার প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন হয়নি আমাদের যৌক্তিক দাবি।’
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের অন্তর্ভুক্ত করা।
৫. টাইম স্কেল ও উচ্চতর স্কেল সমন্বয় করে বেতন পুনঃনির্ধারণ।
৬. পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি।
বক্তারা আরো বলেন, এ ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।