নীলফারীতে প্রথম বাংলা চ্যানেল অতিক্রম কারী মোঃ আবু বক্কর সিদ্দিক

নিজস্ব প্রতিনিধি : শাহেলী আক্তার
গতকাল(৩০ নভেম্বর) সোমবার নীলফামারী জেলার প্রথম ব্যক্তি হিসেবে বাংলা চ্যানেল জয় করেন নীলফামারী সদর উপজেলার ১০ নং কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের এর মোঃ আবু বক্কর সিদ্দিক।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত।সোমবার সকাল ৯ টায় শাহপরীর জেটি পয়েন্ট থেকে সাঁতার শুরু করে ১৬ কি.মি. পথ অতিক্রম করে সেন্টমার্টিন জেটি পয়েন্ট এ সাঁতার শেষ করেন।তার সময় লেগেছে ৩ ঘন্টা ৫৯ মিনিট।এবার সর্বোচ্চ ৪৩ জন সাঁতারু অংশ নেন বঙ্গোপসাগর ফরচুন বাংলা চ্যানেল সাঁতারে গত মার্চে এই সাঁতার আয়োজনের কথা থাকলেও করোনার কারনে স্থগিত করা হয়েছিল।