পথিক রির্পোট: ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন ও সিনিয়র সহ সভাপতি পীযুষ কান্তি আচার্য্য নির্বাচিত হওয়ায় তাঁদেরকে এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে পথিকটিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পথিকটিভির চেয়ারম্যান রাবেয়া জাহান তিন্নি।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সদস্যগণ পাঠকদের নিকট বস্তুনিষ্ঠি সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে নতুন কমিটি আরও কার্যকরি ভূমিকা পালনে সক্ষম হবে।