
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২৬০ বোতল ফেনসিডিলসহ উৎপল ঘোষ মাদক কারবারি গ্রেপ্তার করেছে বিজিবি। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে আটাপাড়া বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উৎপল ঘোষ নাটোরের নলডাঙা উপজেলার উত্তম ঘোষের ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, ভারত সীমান্ত থেকে কয়েকজন মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল আটকিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ উৎপল ঘোষকে আটক করা হয়। পরে তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার তাকে আদালতে পাঠানো হয়।
এম.চৌ:/পথিক নিউজ