পানির বোতল ব্যবহারের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে স্বাস্থ্যকর হবে তো? সাধারণত প্লাস্টিকের বোতলের ব্যবহার দেখা যায় এক্ষেত্রে। তবে প্লাস্টিকের বোতলে উৎকট গন্ধ পাওয়া যায়।
সেইজন্য অনেকেই কাচের বোতল বেছে নেন ইদানিং। কিন্তু এই কাচের বোতলও কি সম্পূর্ণ নিরাপদ? কী বলছেন বিজ্ঞানীরা? আপাতদৃষ্টিতে পানি রাখার জন্য কাঁচের বোতল খুবই নিরাপদ। কিন্তু বিষয়টি আদৌ তা নয়।
কারণ বিজ্ঞানীরা বলছেন, নানা ধরনের কাঁচ রয়েছে যা সকল খাবার বা পানীয় রাখার জন্য মোটেই নিরাপদ নয়। বেশ কিছু কাচের বোতল আছে, যার মধ্যে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো উপাদান থাকে।
এই ধরনের বোতল থেকে দীর্ঘ দিন পানি খেলে, তা শরীরের বহু ক্ষতি করতে পারে। এমনকি ক্যানসার জাতীয় অসুখের আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তাহলে কেমন বোতলে পানি খাওয়া নিরাপদ?
এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ গোত্রের কাচের তৈরি বোতলে পানি পান করা যেতে পারে। মূলত চিকিৎসার প্রয়োজনে এই ধরনের কাচের পাত্র ব্যবহার করা হয়ে থাকে।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center