ফেরেস্তাদের নামে জুতা তৈরি করলো মার্কিন কোম্পানী: মুসলিম বিশ্বে ক্ষোভ


পথিক রিপোর্ট: ইসলাম ধর্মে শীর্ষ চার ফেরেস্তার দুই জন হলেন হযরত ইসরাফিল (আ.) ও হযরত আজরাইল (আ.)। অথচ তাদের নামেই কি না এবার বিশেষ ডিজাইনের জুতা বাজারে এনেছে বিখ্যাত জুতা প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। এর ডিজাইন ও নাম প্রকাশের পর থেকেই ক্ষুব্ধ মুসলিমরা। কোম্পানিটিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনা ও নিন্দার তীর ছুঁড়ছেন তারা।

এই জুতার নামে ফেরেস্তা আজরাইলের নাম ব্যবহার করা হয়েছে
মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, অ্যাডিডাস ওই জুতা দুটির নাম দিয়েছে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল।
জুতার মডেল দুটির নাম প্রকাশের পর থেকেই টুইটারে ক্ষোভ ঝাড়তে শুরু করেন মুসলিম ধর্মের লোকজন। একজন টুইটে লেখেন, ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নামে জুতা, খুবই অপমানজনক।

এই জুতার নামে ফেরেস্তা ইসরাফিলের নাম ব্যবহার করা হয়েছে
আরেকজন বলেন, প্রিয় অ্যাডিডাস, আমি আপনাদের পণ্য কেনা বন্ধ করে দেবো, যদি না আপনারা ওই দুটি জুতার নাম পরিবর্তন করেন। কারণ তারা আল্লাহর সম্মানিত ফেরেস্তা। আপনাদের এই কর্মকাণ্ড সমর্থন করার মতো না।
মিডেল ইস্ট মনিটর বলছে, গত সপ্তাহে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতার নাম প্রকাশ করে অ্যাডিডাস। এতে ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নাম ব্যবহার করা হয়েছে।
এদিকে, বিতর্কিত হওয়ার পরও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল মডেলের জুতার স্টক শেষ হয়ে গেছে বলে জানিয়েছে অ্যাডিডাস। আগামী মাসে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।