ফেসবুকে একটি মানবিক আবেদন মুহূর্তের মধ্যে ভাইরাল হলো, আর তাতেই বদলে গেল এক অসহায় পরিবারের জীবন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের আলীনগর গ্রামের দরিদ্র আতিকের রিকশা চুরি যাওয়ার পর মানবেতর জীবন কাটছিল। তবে সমাজকর্মী রওশন আলীর ফেসবুক পোস্টের মাধ্যমে সমাজের হৃদয়বান মানুষেরা এগিয়ে এলে আতিকের ভাগ্য বদলে যায়।
আতিকের জীবিকার একমাত্র উপায় ছিল তার অটোরিকশা। কিন্তু গত ১০ মার্চ রাতে সরাইল সদরের উচালিয়াপাড়া এলাকা থেকে সেটি চুরি হয়ে যায়। শেষ সম্বল হারিয়ে আতিক ও তার পরিবার পড়ে চরম সংকটে। বৃদ্ধ মা, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছিল তার। হতাশাগ্রস্ত আতিক কান্নায় ভেঙে পড়েন।
এই দুঃখজনক পরিস্থিতির কথা জানতে পারেন সমাজকর্মী রওশন আলী। আতিকের অনুরোধে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে আতিকের ছবি ও তার দুর্দশার বিবরণ তুলে ধরেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। দেশ-বিদেশ থেকে অনেক হৃদয়বান ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দেন। অর্থ সংগ্রহের কাজে যুক্ত হন সমাজকর্মী কে.এম সজল, আশরাফ উদ্দিন অপুসহ আরও অনেকে।
স্বল্প সময়ের মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা সংগ্রহ হয়। এই অর্থ দিয়ে একটি নতুন অটোরিকশা কেনা হয়। গত ১ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন আতিকের হাতে রিকশাটি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলু, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সমাজকর্মী রওশন আলী, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান, ইউপি সদস্য মোশাহেদ উল্লাহ, সালাহ উদ্দিন সুরূজ ও মুফতি মুর্শেদ চৌধুরী।
নতুন রিকশা পেয়ে আতিকের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করে তিনি বলেন, “এটি আমার পরিবারের জন্য আশীর্বাদ। আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ।”
এসময় ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, “সরাইলের মানুষের বড় গুণ হলো, তারা প্রতিশ্রুতি রক্ষা করেন। আজকের কাজটি প্রমাণ করে সরাইলে অনেক মানবিক মানুষ আছেন। এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।”
এই উদ্যোগ আবারও প্রমাণ করল, সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদনের জন্য নয়, বরং মানবিক কাজেও শক্তিশালী ভূমিকা রাখতে পারে।