বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ:সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা


স্পোর্টস ডেস্ক
দুপুর ১২টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট । যেখানে থাকছেন ১৫৭ ক্রিকেটার। ‘এ’ গ্রুপে পাঁচ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে চারটি গ্রুপ।
এ ঘরোয়া টি-টোয়েন্টির দলগুলো হলো- বরিশাল ফরচুন, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্লেয়ার্স ড্রাফটে প্রথম পর্বে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা। পরে দ্বিতীয় পর্বে নিজেদের ডাকে আরেক ‘এ’ গ্রেডের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকেও নিয়ে নেয় খুলনা।
এ ছাড়া ‘এ’ গ্রেড খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিমকে নিয়েছে বেক্সিমকো ঢাকা। জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে পেয়েছে ফরচুন বরিশাল। আর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে।
। পাঁচ দলের প্রতিটিতে সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় থাকবে। সব মিলিয়ে ৮০ ক্রিকেটার খেলতে পারবেন।
মিনিস্টার গ্রুপ রাজশাহী ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার নেয়নি। খুলনা তাই নিয়েছে একই শ্রেণিতে থাকা সাকিব আর মাহমুদউল্লাহকে। ‘এ’ শ্রেণিতে থাকা পাঁচ তারকা ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
পথিকনিউজ/অনামিকা