বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।


মুহাম্মদ রফিকুল ইসলামঃ-
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অদ্য ১৪ আগস্ট-২০ শুক্রবার সকাল ০৮ ঘটিকায় ভাদুঘর দেওয়ান পাড়ার লওহে মাহফুজ ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শানু খাঁন। উক্ত সভাটি পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (দঃ) ও দলীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ শরিফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আজিম উদ্দিন আত্তারী, পৌর শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ খন্দকার শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ সামিউন আহমেদ, দাওয়া সম্পাদক মুহাম্মদ সোহাগ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জুনাইদ মুন্সি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবাঈদ হোসাইন, সমাজ সেবা সম্পাদক মোজাহিদ রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইয়ামিন মিয়াসহ প্রমুখ।
সভায় ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শানু খাঁন বলেন, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর আমাদের ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা গঠিত হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আমরা দীর্ঘদিন একসঙ্গে বসতে পারিনি। যার ফলে ইচ্ছে থাকা সত্যেও আমরা কোন মিটিং করতে পারিনি। তবে আমারা সাংগঠনিক সিনিয়র নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছি। আজ আমরা একত্র হওয়ার পিছনে সাংগঠনিক সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ রয়েছে।
হাফেজ মুহাম্মদ শানু খাঁন আরো বলেন, চলছে শোকের মাস আগস্ট। এ মাসে ঘটে যাওয়া সকল নৃশংস হত্যার দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ বিচার তিনি দাবি করেন। বিশেষ করে গত ২০১৪ সালের ২৭ আগস্ট সুন্নী জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদে মিল্লাত শায়েখ আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকীকে নৃশংস ভাবে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।