বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দের উপস্থিততে মাওলানা তৌহিদুল আলমের জানাযা সম্পন্ন।

মুহাম্মদ রফিকুল ইসলামঃ-
ইমাম শেরে বাংলা (রহঃ) সহদর, মুনাজেরে আহলে সুন্নাত, বীর মুক্তিযোদ্ধা মাওলানা মুুহাম্মদ মিঞা তলোয়ার বাংলা (রহঃ)’র শাহাজাদা আলহাজ্ব কাজী মাওলানা তৌহিদুল আলম আল কাদেরী আর আমাদের মাঝে নেই। তাঁর প্রথম নামাজে জানাযা আজ সকাল সাড়ে ১০ ঘটিকায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার মাঠে অত্র মাদাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আল কাদেরীর ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর নব-নির্বাচিত চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন, যুগ্ম-মহাসচিব আল্লামা স.উ.ম. আবদুস সামাদসহ আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিল। মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ বাদ আসর ফটিকছড়ি বক্তপুরস্থ মরহুমের নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়।
জানাযার পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তিতায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেন, আলহাজ্ব কাজী মাওলানা তৌহিদুল আলম আল কাদেরী সুন্নীয়তের এক উজ্জ্বল নক্ষত্র ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে সুন্নীয়তের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নই। আল্লাহ পাক তাঁকে জান্নাতের আ’লা মকাম দান করুন ও তাঁর পরিবার কে ধৈর্যধারণ করার তাওফিক দান করুক।