W3Schools.com  

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ মে শনিবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা-ই আমাদের লক্ষ এই স্লোগান কে সামনে রেখে উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব জননেতা হযরত মাওলানা অধ্যক্ষ আলী মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় পরিষদের সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুর হোসাইন প্রমূখ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি পীরে তরিকত অধ্যক্ষ নাজিম উদ্দিন আলক্বাদরীর সভাপতিত্বে জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলালের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মুহাম্মদ মহিউদ্দিন মোল্লা। পীরেতরিকত মাওলানা হাসানুজ্জামান আশরাফী আলকাদরী সহ জেলা উপজেলা ইসলামি ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনার নেতা কর্মিগণ ।

উক্ত কাউন্সিলে পীরে তরিকত আল্লামা নুরুল ইসলাম আলকাদরীকে সভাপতি, অধ্যক্ষ কাজী মুহিউদ্দিন মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মুফতী মোসতাক আহমদ আল ওয়ায়েসীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা সৈয়দ আবুল বাসারকে অর্থ সম্পাদক, মাওলানা সৈয়দ নুরে আজম কে প্রচার সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করাহয়।
কাউন্সিল শেষে মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়।