বাঞ্ছারামপুর আছাদনগরে হাফেজ পড়ুয়া ছাত্রদের পোশাক ও পাগড়ী প্রদান।


বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর পৌরসভা আছাদনগর ঐতিহ্যবাহী গাউছিয়া হামিদিয়া সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ পড়ুয়া ছাত্রদের পাগড়ী প্রদান করেন।
এতিমখানা ছাত্রদের পোশাক ও পাগড়ি বিতরণী অনুষ্ঠান গাউছিয়া হামিদিয়া সুন্নীয়া হাফেজিয়া ও এতিমখানা ছাত্রদের মাজে আজ শনি ২৯ই রমজান ফজর বাদ, হিফজ পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও দোয়া মোনাজাতের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজামান।
এই অনুষ্ঠানে এ বছর হাফেজিয়া ৪৫ জন শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে দেন প্রধান অতিথি আনোয়ার হোসেন।
যাদের পরশে এ প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী আল কোরআনের হাফেজ পড়ুয়া। এবছর আল কোরআনের হাফেজ পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন ইহকাল ও পরকালের মুক্তির জন্য ইসলামী জ্ঞানের বিকল্প নেই এ প্রতিষ্ঠান থেকে বের হওয়া নবীব হাফেজ বৃন্দ পবিত্র কোরআনের শিক্ষায় জীবন গড়ে সমাজের আদর্শ মানুষ হিসাবে আলো ছড়াবে। তারা সমাজের সকল কুসংস্কার রোদে ও ইসলামী শরীয়াহ মোতাবেক জীবন গড়তে অনুপ্রেরণা জোগাবে। অরাজনৈতিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মকে দ্বীনী শিক্ষায় বেশ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে এ প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
ফরিদ উদ্দিন ফাউন্ডেশনের জাহিদ হোসেন অপু বলেন দেশ এবং জনগণের কল্যাণে দেশকে আলোকিত সোনার বাংলা গড়তে হাফেজ পড়ুয়া ছাত্র দের কোন বিকল্প নাই। আমাদের হাফেজ পড়ুয়া ছাত্ররা দেশকে আলোকিত করবে। আমরা আলোকিত দেশ এবং সমাজ চাই
এ সময় বাঞ্ছারামপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন ফাউন্ডেশনের ফাউন্ডেশনের জাহিদ হোসেন অপু, ইতালি প্রবাসী মনির হোসেন, আবু মুসা সরকার, মোবারক হোসেন, হাসিম মিয়া, মাদ্রাসা পরিচালক শামসুজ্জামান, জালাল উদ্দিন, শাহ জাহান গণ্যমান্য ব্যক্তি ও মুসুল্লিরা এবং বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।