বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে


ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিল রুনির ছেলে
খেলাধুলাঃ বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে। যে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনিকে ফুটবল বিশ্বসেরাদের কাতারে নিয়ে এসেছিলেন সেই ক্লাবেই যোগ দিল কাই।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে এ তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন রুনি। কাই’র বয়স এখন ১১ বছর। রুনির চার সন্তানের মধ্যে সে বড়।
নিজের সাবকে ক্লাবের সঙ্গে ছেলের চুক্তি সইয়ের ছবি শেয়ার করে রুনি লিখেছেন, গর্বের দিন। কাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করছে। কঠোর পরিশ্রম করে যাও ছেলে।
এভারটন থেকে ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কিশোর ওয়েইন রুনি। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ওল্ড ট্রাফর্ডে ১৩ বছরের বর্ণিল ক্যারিয়ারে ৫৫৯ ম্যাচ খেলে ২৫৩ গোল করেন। ২০১৭ সালে ম্যানইউ ছাড়েন রুনি। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টি ক্লাবে খেলছেন।