বিএনপি নেতা মরহুম আনারুল হক কবীর চৌধুরী ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মোঃ আল-আমিনঃনীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র মরহুম আনারুল হক কবীর চৌধুরীর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ ০৪/০৪/২০২৫ বর্ষিয়ান, কিংবদন্তি, রাজনীতিবিদ, মরহুম আনারুল হক কবীর চৌধুরী তিনি জলঢাকা পৌরসভা ৩নং ওয়ার্ড বগুলা গাড়িতে জন্মগ্ৰহন ।০৪/০৪/২০১১ তারিখে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তেনার জীবনে চলার পথে তিনি সৎ, নির্ভীক, সাহসী রাজনীতিবীদ ছিলেন এবং জলঢাকার একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন তিনি।জলঢাকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নির্বাচিত হন পর্যায়ক্রমে,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, পর পর দুই বার, তার হাত ধরে জলঢাকা ইউনিয়ন পরিষদ থেকে ২০০১সালে জলঢাকা পৌরসভায় উন্নত করেন তিনি জলঢাকা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র নির্বাচিত হন পর পর দুই বার। জলঢাকা উপজেলা ও পৌর এলাকাবাসী প্রানের স্পন্দন ছিলেন মরহুম আনারুল হক কবীর চৌধুরী।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি দীর্ঘদিন ধরেই ওনার হাত ধরে জলঢাকা উপজেলা বিএনপি বিস্তার লাভ করে। এবং ১৯৯৬ সালে ধানের শীষের প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নীলফামারী ৩ জলঢাকা ও কিশোরগঞ্জ আংশিক আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এখনও নীলফামারী জেলা, জলঢাকা উপজেলা, ও কিশোরগঞ্জ আংশিক জলঢাকা পৌরসভার সর্বসাধারণের শ্রদ্ধার পাত্র হিসেবে সকলের হৃদয়ে রয়েছেন তিনি। এখনো উপজেলার বিভিন্ন এলাকায় তেনার জন্য অনেক মানুষ নিরবে কান্না করেন, এবং কেমন জানি কবীর চৌধুরীর কথা শুনলেই সবার মন জুড়িয়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে বাবার আদর্শে গড়া বিএনপি’র দীর্ঘদিনের নির্ভীক সৈনিক, ফাহমিদ ফয়সাল কমেন্ট চৌধুরী তিনিও রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।