বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

বুধবার ৬ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজারে শ্রী শ্রী মদন জিউর আখড়ায় ৫ জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান মালার উদ্বোধন করেন মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান বাবু সুজিত দাস প্রমূখ।

পরে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ অনেক মানুষ অংশগ্রহন করেন ।

জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ধর্মালোচনা, ধর্মীয় সংগীত, নৃত্যানুষ্ঠান সহ শোভাযাত্রা ।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *