বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি,দিনাজপুরের বিরামপুর উপজেলায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। মঙ্গলবার ১৭ জুন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাইসেন্সের অনিয়ম, মূল্য তালিকা প্রদর্শনের ব্যত্যয়সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মেডিসিন দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এসময় জনগণের স্বার্থে ওষুধ ব্যবসায়ীদের সঠিক নিয়ম মেনে ওষুধ বিক্রির আহ্বান জানানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।