স্টাফ রিপোর্টার,গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস। একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।
অ্যাপসটির উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল। ব্রাহ্মণবাড়িয়া জেলায় তার বাড়ি। সেখানকার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দুটি সম্মেলনে তার উদ্ভাবন প্রদর্শিত হবে।
আগস্টে তুরস্কে ও অক্টোবরে আমেরিকা যাওয়ার কথা রয়েছে নাবিলের।
তুরস্কের আয়োজনে অংশ নিতে নাবিলকে প্রায় তিন লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করতে হয়। আমেরিকার বাছাইয়ের টিকতে প্রায় ছয় লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই হয়। সারা বিশ্ব থেকে ইস্তাম্বুলে ১৫০ জন ও আমেরিকায় যাবে ১০০ জন ক্ষুদে বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আয়োজনের নাম নিউট্রিক ইয়ুথ সামিট- ২০২৫ ও তুরস্কের ইস্তানবুলের আয়োজনের নাম ইস্তানবুল ইন্টারন্যাশনাল মুন ২০২৫।
আহনাফ বিন আশরাফ নাবিল কালের কণ্ঠকে জানায়, দুটি সম্মেলনে সে অ্যাপটিকে উত্থাপন করবেন। এটিকে একটি প্রযুক্তি-নির্ভর মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হবে। সম্মেলনের মাধ্যমে নিজের দেশকেও তুলে ধরতে চায় নাবিল।
নাবিলের মা নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নায়েনা আক্তার জানান, ছেলের এ প্রাপ্তিতে তিনি খুশি।
অ্যাপস উত্থাপনের পাশাপাশি একজন বাংলাদেশি হিসেবে সেখানে আলোচনায় অংশ নিতে পারাটাকেও গর্বের বলে মনে করছেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহিদুল ইসলাম জানান, নাবিল এ বয়সেই গবেষণা কাজে ভূমিকা রেখে অনেক সনদ ও পুরস্কার পেয়েছে। নাসা থেকেও সে স্বীকৃতি পেয়েছে। বিষয়টি অবশ্যই সবার জন্য খুব আনন্দের। তার এই সাফল্যে সবাই গর্বিত।