বীর মুক্তিযোদ্ধা কাজী মুনির হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল


পথিক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, বিশিষ্ট ঠিকাদার প্রয়াত কাজী মুনির হোসেন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা কাজী মুনির হোসেন ট্রাষ্ট। করোনা সংকটে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বল্প পরিসরে এ দোয়ার মাহফিল হালদার পাড়াস্থ ট্রাস্টি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ হারুণ-অর-রশিদ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময়ে দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফুর রহমান খন্দকার।