বীর মু্ক্তযোদ্বা আয়শা বেগম কে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসী


এলাকাবাসী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশিকাটি ইউনিয়নের ৭-৮-৯ ওয়ার্ডে মহিলা মেম্বার আবারো নির্বাচিত করবো।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা এলাকায় ভোটার সহ ওয়ার্ডের জনগনের ধারে ধারে যাচ্ছেন। ৭-৮-৯ ওয়ার্ড এর এলাকার মসজিদ-মাদ্রাসা সহ এলাকায় অনেক উন্নয়ন করেছে মেম্বার প্রার্থী আয়েশা বেগম।
তিনি বলেন, ৪ বছরে কতটুকু উন্নয়ন করেছি তা এলাকার জনগণ জানে। যদি এলাকার জনগণ আমাকে সামনে ইউপি নির্বাচনে আবারো ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে ৭-৮-৯ নং ওয়ার্ডবাসীর অসমাপ্ত কাজ কে সমাপ্ত করে এ ওয়ার্ড কে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে পরিণত করে সরকারের সকল উন্নয়ন জনগনের কল্যানে সমাপ্তি করবো ইনশাল্লাহ।
ওয়ার্ডে সরেজমিনে গেলে এলাকা বাসী বলেন , আয়েশা বেগম মেম্বার হওয়ার পর থেকেই আমরা যে কোন কাজে তাকে স্বরন করেছি সাথে সাথে তাকে পেয়েছি, আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন।, তার মত মেম্বার এ ওয়ার্ড বাসীর জন্য গর্বের আমরা আগামি নির্বাচনে তাকে ওয়ার্ড বাসী বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ্।