মাজহারুল ইসলাম (রুবেল):
তীব্র তাপদাহে পুড়ছে শিবচরসহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
প্রশান্তির বৃষ্টির জন্য শিবচরের বাহাদুরপুর ময়দানে সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ দুপুর ০১টায় বাহাদুরপুরে ময়দানে সলাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন মুফতি নজরুল ইসলাম। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center