ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ১৭জন করোনায় আক্রান্ত, বিকালে আসতে পারে আরোও ৩০০ রিপোর্ট


আজ মঙ্গলবার(২৩ই জুন) সকালে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, গত ১৯ই, ২০ই ও ২১ই জুন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ১২০টি করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে এখন পর্যন্ত ৪০টি রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসছে। শুধু মঙ্গলবারের পিসিআর রিপোর্টে জেলায় ১৭ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। যার মধ্যে শহরের পেশেন্ট কেয়ার হাসপাতালের ১জন চিকিৎসক, পুনিয়াউট ৩জন, পাইকপাড়া ২জন, মুন্সেফপাড়া ১জন, কান্দিপাড়া ১জন, কাজীপাড়া ১জন, দক্ষিন মুড়াইল ১জন, ডিসি বাংলা ১জনসহ শহরে ১১জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় ১জন ও মাছিহাতা ইউনিয়নের উত্তর জগতসার ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কসবা উপজেলায় ৩জন, নাসিরনগর উপজেলায় ১জন আক্রান্ত হয়েছেন। যেহেতু আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে, তাই আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
সর্বশেষ ২৩ই জুন পর্যন্ত জেলায় ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৮৮ জন, আখাউড়া উপজেলায় ২৮ জন, বিজয়নগর উপজেলায় ১৭ জন, নাসিরনগর উপজেলায় ২৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২ জন, নবীনগর উপজেলায় ১০৩ জন, সরাইল উপজেলায় ৪৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২২ জন ও কসবা উপজেলায় ১২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২২ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৪ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৪৬২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬১৬১ জনের রিপোর্টে- ৫৮২ জন আক্রান্ত হয়েছে৷