ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবন্ত অবস্থায় মিনতু রানী (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পৌর শহরের দাতিয়ারার অবকাশ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মিনতু রানী পৌর শহরের কলেজপাড়ার মৃত লাল মোহনের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালিব জানান, বৃদ্ধা মিনতু রানী প্রতিদিনের মত অবকাশ পুকুরে গোসল করতে আসেন। পুকুর ঘাটে কাপড় রেখে তিনি গোসলে নামেন। ধারণা করা হচ্ছে, বৃদ্ধা হওয়ায় পুকুর ঘাটে পিচলে তিনি পানি পড়ে যান। এতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পানিতে ডুবে মারা গেছেন। তবে লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেলা সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই মুত্তালিব।