ব্রাহ্মণবাড়িয়ায় মসলার সঙ্গে মেশানো হচ্ছে ক্ষতিকর জিনিস: কর্তৃপক্ষ নজর দেবেন কি?

পথিক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় মসলার সঙ্গে কাপড়ের বিষাক্ত রং, দুর্গন্ধযুক্ত পটকা মরিচের গুঁড়া, ধানের তুস, চাল ইত্যাদি মিশাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫জুলাই ভোরে শহরের টান বাজার,আনন্দবাজার সহ বিভিন্ন মসলা ভাঙ্গানোর মিলে গিয়ে দেখা যায় ভেজাল মেশানোর দৃশ্য। নাম সর্বস্ব মিলগুলিতে নেই কোন চাইনর্বোড।
পণ্যের মান ঠিক আছে কিনা তা দেখার দায়িত্ব বিএসটিআইয়ের। বিএসটিআইয়ের অভিযানে মাঝে-মধ্যে ভেজালকারীদের জরিমানা করা হলেও তা তাদের অপকর্ম বন্ধে কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদি হাসান বলেন,লক ডাউনের কারনে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে না।সু নিদিষ্ট অভিযোগ থাকলে আমরা আমাদের এ অভিযান চালিয়ে যাবো।
https://fb.watch/6FFDOtlxi-/