ব্রাহ্মণবাড়িয়ায় রিভালভার’সহ অস্ত্র ব্যবসায়ী আটক


পথিক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি রিভালভারসহ মো. আমিন মিয়া (৪৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্য্যব।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে র্য্যব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। আটককৃত মো. আমিন মিয়া পৌর শহরের শিরাইলকান্দি এলাকার মো. জুরু মিয়ার ছেলে।
র্য্যব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবত মো. আমিন মিয়া জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার আশুগঞ্জ উপজেলা রোডের আলমনগর মসজিদের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে। এসময় মো. আমিন মিয়ার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত মো. আমিন মিয়ার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে।