ব্রাহ্মণবাড়িয়া গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতারণা : চারজনের বিরুদ্ধে ৬ পৃথক মামলা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতারনার দায়ে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগিরা।
৪ অক্টোবর রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট সারোয়ার আলমের আদালতে ৪ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আসামীগুলি হলেন কালিসীমা গ্রামের মৃত আকবার আলীর ছেলে সাবেক চেয়ারম্যান হোসেন মিয়া একই গ্রামের মুহাম্মদ হোসেনের ছেলে মো:সোহেল,মৃত কলম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া,মৃত আব্দুল কদ্দুসের ছেলে শামিম সহ অজ্ঞাত ৪/৫ কে আসামী করে এ মামলা দায়ের করা হয়।
বাদী পক্ষে আইনজীবী স্বপন আহমেদ জানান,ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কালিশীমা এলাকার হোসেন চেয়ারম্যান সহ আরো তিনজন গ্যাস সংযোগ প্রদানের নামে শতাধিক পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্যাস সংযোগ প্রদান না করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশনকে আগামী ১১ নভেম্বরের ভিতর তদন্ত প্রতিবেদন দাখিলে আদেশ প্রদান করেছে আদালত।