কাল সোমবার (২৫ মার্চ) দোল পূর্ণিমা উদযাপিত হবে। আর দোলের আগেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তাতে দেখা গেছে, চলন্ত মেট্রোট্রেনের বগির মেঝেতে বসে দোল খেলার পাশাপাশি রং মাখামাখি করছেন দুই তরুণী।
তারা একে-অপরের গালে গাল ঘষে দিচ্ছেন, মুখে মুখ ঘষে দিচ্ছেন। একে অপরের ওপরে শুয়ে পড়ছেন।
ভিডিও দেখে নেটিজেনরা দাবি করেছেন যে নয়াদিল্লির মেট্রোট্রেনের দৃশ্য সেটি। যদিও ওই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি)। শনিবার (২৩ মার্চ) মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই ভিডিও যাচাই করে দেখা হচ্ছে। ভিডিওটি আদৌও আসল নাকি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে সেটি ছড়ানো হয়েছে, তা তদন্ত করে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে, ‘প্রাথমিকভাবে মেট্রোর ভেতরে এই ভিডিও ধারণ করা হয়েছে কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ, ওই ভিডিও তৈরির জন্য ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে (বলে মনে করা হচ্ছে)।’ তবে মেট্রোর সন্দেহ ঠিক কিনা, তা অধিকতর তদন্তের পরই স্পষ্টভাবে বোঝা যাবে।
এর আগেও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোর মধ্যে রিল বানানো বা এমন কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য লাগাতার প্রচার করা হয়। যা কিনা অন্য যাত্রীদের সমস্যার মুখে ফেলতে পারে, এজন্য লাগাতার সচেতনতামূলক প্রচারও চালানো হয়। যদিও অনেকেই যে সেই বিষয়টি কানে তোলেন না, তা নিয়মিত সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। তবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘এরকম কোনো ভিডিও ধারণ করা হচ্ছে দেখলেই যাতে আমাদের কাছে অভিযোগ জানানো হয়, সেজন্য আমরা যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছি।’
ইমি/পথিক নিউজ