ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন


রাসেল আহমেদ ঃ জাগো ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। আজ ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংগঠনটি “My Road,My Responsibility” নামক একটি ইভেন্টের আয়োজন করে।
এ ইভেন্টের মাধ্যমে তারা পথচারীদের রাস্তায় চলাচলের নিয়ম সম্বলিত লিফলেট বিতরণ,বিভিন্ন সচেতনতামূলক বাণী সম্বলিত ব্যানার, প্লে কার্ড প্রদর্শন এবং হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে। এসময় উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম ডিভিশনের সহ-সভাপতি তারেক আজিজ।
ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি- নাঈম দূর্জয়,সহ সভাপতি- সাকিব আহমেদ, সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন, প্রজেক্ট অফিসার- নুসরাত তিশা, পাবলিক রিলেশন অফিসার- রাসেল আহমেদ সহ সংগঠনটির প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক। সংগঠনটির সদস্যরা বলেন- রাস্তায় চলাচলে দূর্ঘটনা রোধে চালক এবং পথচারী উভয়কেই সচেতন হতে হবে।
যেকোনো একপক্ষের অসাবধানতার জন্য ঘটতে পারে মারাত্মক দূর্ঘনা। মোটরসাইকেল আরোহীদের সর্বদা হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হবে মনে করেন তারা। এছাড়াও করোনা কালীন সময়ে রাস্তায় বের হলেন মাস্ক পরিধানের ব্যাপারে জোর দেন কেউ কেউ।