আমিনুল ইসলাম,বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়া,বিজয়নগর উপজেলায় ইসলাম পুর উওর কাজী বাড়ি নিবাসী সাবেক ইসলাম ম্যানুফেকচারাল, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য মরহুম কাজী আনোয়ারুল আজীম সাহেবের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ অক্টোবর রবিবার শত শত মানুষের উপস্থিতি তে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাজী ছায়ারা আহমদ একাডেমী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজী হারিছুর রহমান ও বুধন্তী ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রামবাসী।
মৃত্যুকালে তিনি তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। কুলখানি উপলক্ষ্যে তাঁর বড় ছেলে কাজী সারোয়ারুল আজীম শোকাবহ পরিবারের পক্ষ হইতে, সকল ধর্মপ্রান মুসলিম মুমিন মুমিনাতের নিকঠ মরহুমের ভুলভ্রান্তি হ্মমা চেয়ে, তার আব্বার আত্মার মাগফেরাত কামনা করেন।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center