মাধবপুরে অবসরপ্রাপ্ত চাকুরিজীবির ঝুলন্ত লাশ উদ্ধার

লেখক: রিমা দেব
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মাধবপুর (হবিগন্জ) প্রতিনিধি,হবিগন্জের মাধবপুরে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (১০ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের বাসিন্দা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী তারা মিয়ার দেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগন্জ সদর
হাসপাতালে প্রেরন করে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মৃৃত্যুর সঠিক কারন জানা যায় নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সটিক কারন জানা যাবে।