মাধবপুরে বায়না করে অন্যত্র জায়গা বিক্রি চেষ্টা

লেখক: রিমা দেব
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মাধবপুর ( হবিগন্জ) প্রতিনিধি,হবিগন্জের মাধবপুরে জায়গার মালিক কে টাকা না দিয়ে দিনের পর দিন ঘুড়াচ্ছেন এক ক্রেতা। টাকা না পেয়ে চিকিৎসা করাতে পাড়ছে না জায়গার মালিক।

জানা যায়,মাধবপুর পশ্চিম এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ হানিফ মিয়া মাধবপুর পৌর শহরের উপজেলা পরিষদের পিছনে ৩ শতক জায়গা বিক্রির জন্য বললে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম গ্রামের আলী আমজাদ খা জায়গা ক্রয় করেন।
হানিফ মিয়া ৮ লক্ষ টাকা বাকি রেখে সরল মনে আমজাদ খা কে জায়গা রেজিষ্ট্রি করে দেয়। জায়গা রেজিষ্ট্রি করে দিবার পর থেকেই আমজাদ খা টাকা দিতে গড়িমসি শুরু করে। চতুর আমজাদ খা হানিফ মিয়ার টাকা না দিয়ে জায়গাটি অন্যত্র বিক্রি করে দিবার চেষ্টা করছে।
এদিকে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে হানিফ মিয়ার।

আমজাদ খা’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হানিফ মিয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বীন কাশেম জানান, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।