মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকে ৪২ মিলিয়ন রিঙ্গিতের মামলা রায় ২৮ জুলাই


এম এ আবির মালয়েশিয়া : মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের বিরুদ্ধে এসআরসি ইন্টারন্যাশনাল এসডিএন ভিএসডি’র তহবিল থেকে ৪২ মিলিয়ন রিঙ্গিত আত্মসাতের মামলায় মালয়েশিয়া হাইকোর্ট আগামী ২৮ জুলাই রায় দেবে। গত সোমবার থেকে ৫ দিনের প্রসিকিউটশন ও ডিফেন্সের পক্ষের আইনজীবীদের যুক্তি তর্কের শুনানি শেষে আজ শুক্রবার হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজালী এই তারিখ ঘোষণা করেন। বিচারক বলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকে মুক্তি দেওয়া হবে কিনা ২৮ শে জুলাই জানা যাবে।
আজ উভয় পক্ষের আইনজীবী ২ হাজার পৃষ্ঠার মামলার লিখিত প্রসিকিউশন জমা দেন। এই গুলো যাচাই বাছাই করে ২৮শে জুলাই আদালত রায় প্রকাশ করবে।
উল্লেখ সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের শাসনামলে আন্তর্জাতিক তহবিল থেকে আসা অনুদান “ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বারহেড “( 1 MDB) টাকা আত্মসাত ও ক্ষমতা অপব্যবহারের কারণে ( 1 MDB) ও ( SRC) সহ ৭ টি মামলা করা হয়। তারমধ্যে ৩ টি মামলা ক্রিমিনাল ব্রাঞ্চে, ১টি ক্ষমতার অপব্যবহার, ৩ টি টাকা আত্মসাত।
জুনায়েদ/পথিক নিউজ