স্টাফ রিপোর্টার, মুজিবনগর, মেহেরপুর, ১১ জুন ২০২৫ (বুধবার): “স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায়” জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমাদান কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* জনাব পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর, মেহেরপুর।
* জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, মুজিবনগর থানা, মুজিবনগর, মেহেরপুর।
* জনাব মো: সোহেল মাহমুদ, শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর।
* জনাব মোঃ ওমর ফারুক প্রিন্স, সভাপতি, মুজিবনগর প্রেস ক্লাব, মুজিবনগর, মেহেরপুর।
অনুষ্ঠানে ৩৭টি সেচ্ছাসেবী সংগঠন, ৩১ জন কুইজ বিজয়ী, ৪০ জন প্রবাসী সদস্য এবং ৩৮ জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: তানভীর-ই-ইলাহি। এছাড়া সম্মানিত অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা বক্তব্য রাখেন। জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আলী, ইমরান, মার্জিয়া, ফয়সাল, শাম্মী, তুহিন, জয়নুল, আশিক, আফরিন , গোলজার এবং নাইমুর রহমান প্রমুভ।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।