মোঃ মোজাম্মেল হক এর কবিতা “অকেজো বন্দর”

অকেজো বন্দর
মোঃ মোজাম্মেল হক
একটা কল্পনা বিলাসী কবিতা লিখব বলে
বহুদিন ধরে তোমাকে খুঁজে ফিরি মাঠে ময়দানে।
একটা কবিতা লেখার প্রত্যয়ে মনের মাঝে জমা করি কিছু উষ্ণ ভাবাবেগ।
টুইটুম্বুর জলভরা এই বর্ষায় অজস্র কবিতার প্লাবনে
আমি তোমার কাছে হতাম প্রিয় কবি।
তোমার জলভরা বিলে শাপলা ফুলের দুলানো পাপড়িতে
বহু আগন্তুকের দৃষ্টিপাত হতো।
একদিন অজস্র নাবিকের তরী আশার বানী পেতে
নোঙ্গর করত তোমার উন্নত বুকে।
একদিন এই বিলে জল ছিল নাবিকের তরী ছিল মৃদু তরঙ্গ ছিল।
কাল পরিক্রমায় আজ নাবিকের তরী নাই নোঙ্গর করার জল নাই।
তোমার নিঢোল চোখে আজ ধূসর মরুভূমি ভাসে দিগন্ত রেখায়।
বেলা অবেলা কালবেলায় বহুজনার পদভারে প্রকম্পিত
তোমার চারপাশে আজ শূন্যতা।
তোমার কালো রেশমি চুল একদিন নাবিকের ঘাম ঝরানো জলকনা চুষে নিত।
তোমার নিতম্বে চোখ জুড়ানো নাবিকেরা এখন
উন্নত বন্দরে নোঙ্গর নেয়।
তুমি আজ অকেজো বন্দর।।