
মারজানা খান , বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার় সদর উপজেলার প্রথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ফুটবল খেলার উদ্বোধন হয়েছে।
উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ,নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এছাড়াও হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী, সদর মডেল থানা উপ- পরিদর্শক মোঃ মুখলেছুর রহমান লস্কর।
এছাড়াও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.চৌ:/পথিক নিউজ