জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় দুটি মন্দিরে সংঘটিত চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত পেশাদার চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া পূজার সামগ্রী এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এবং বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
নোবেল চাকমা জানান, গত ১২ জুন রাতে বড়লেখার পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ভব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাতে দক্ষিণভাগ সার্বজনীন দেবস্থলী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বড়লেখা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে দক্ষিণভাগ বাজার রেললাইন এলাকা থেকে রুহেল আহমদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও পাঁচজন- আবু তায়েব আহমদ সাজু (২৮), নুর হোসন (৪০), জাকির হোসেন (৩১), মো. আলাল মিয়া (৩৮) এবং শাহ আলীকে (৪২) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বড়লেখার মাধবগুল এলাকায় শাহ আলীর ভাঙারির দোকান ও অন্য অভিযুক্তদের বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এসব মালামাল মন্দির কর্তৃপক্ষ শনাক্ত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।